সৈয়দপুরে নারী মাদককারবারির ৬ মাসের কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে চোলাইমদ বিক্রির দায়ে মুন্নী বেগম (৫০) নামের এক নারী কারবারির ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার, ২৭ জুলাই সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এই দন্ডাদেশ দেন।

জানা গেছে, সৈয়দপুর শহরের উপকন্ঠে ঢেলাপীর উত্তরা আবাসনের বাসিন্দা মো. রবিদুল ইসলামের স্ত্রী মোছা. মুন্নী বেগম। তিনি দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে চোলাইমদের কারবার করে আসছিল। এই খবওে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলমের উপস্থিতিতে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খবির আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যামান আদালত মুন্নীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের রায় দেন।

রমিজ আলম জানান, সৈয়দপুর শহরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এবি/রাতদিন