সৈয়দপুরে ভূমি অফিস ভবনের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার, ২৬ আগস্ট বিকেলে এর উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(ডিডি) মো. মোতালেব সরকার।

সেখানে আরও ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নীলফামারী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. দেলোয়ার মাহফুজ সোহাগ ও বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ৭০ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসটি নির্মাণ করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের তত্ত¡াবধায়নে স্টার লাইট সার্ভিসেস লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। দুইতলা ভিত্তি সম্পন্ন চার কক্ষ বিশিষ্ট একতলা অফিস ভবনটি নির্মাণের সময়সীমা ছিল নয় মাস। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ কাজ শেষ করে।

পরে খোর্দ্দ বোতলাগাড়ী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন করেন সচিব।

এবি/রাতদিন