সৈয়দপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) টেকসই মাটি ব্যবস্থাপনা প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মরক্কোর ওসিপি ফাউন্ডেশনের সহায়তায় সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর বøকের কৃষক মো. নুর ইসলাম চৌধুরী জমিতে লাগানো ব্রিধান-২৮ এর কর্তন উপলক্ষে ওই মাঠ দিবহ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ১৬ মে।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম, আইএফডিসি কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুখ আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. মাইনুল আহ্সান। সভাপতিত্ব করেন কৃষক মো. আব্দুল লতিফ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন আইএফডিসি ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী, কামারপুকুর ইউনিয়নের সাবেক সদস্য তোফায়েল আহমেদ, কৃষি উদ্যোক্তা মো. আহসান- উল হক বাবু, কৃষক নুর ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর কৃষি বিভাগের কামারপুকুর ইউপির ব্রহ্মত্তর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস ও কামারপুকুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জমান আশা।

এইচএ/রাতদিন