নীলফামারীর সৈয়দপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামুন ইসলাম (২১) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর শহরের নয়াটোলা কলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মামুন নারায়নগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. নুর ইসলামের ছেলে।
এামলার এজাহারে উল্লেখ করা হয়, শহরের নয়াটোলা এলাকার এক বাড়িতে ভাড়া থাকেন মামুন। একই বাড়িতে ভাড়া থাকেন ওই ছাত্রী ও তার গার্মেন্টসকর্মী মা।
আজ বুধবার সকালে মেয়েকে বাসায় রেখে কাজে যান। এ সুযোগে মেয়েটিকে ঘরে একা পেয়ে অটোরিকশাচালক মামুন ওই ঘরে ঢুকে পড়ে। দরজা বন্ধ কওে দেয়। পরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই স্কুল ছাত্রীকে উদ্ধারসহ মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে এ ঘটনায় ওই মেয়ের মা বাদি হয়ে দুপুরে সৈয়দপুর থানায় মামলা করেন।
সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাকৃতর অটোরিকশাচালক মামুনকে বিকেলে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচএ/রাতদিন