সৈয়দপুরে সড়কে প্রাণ গেল ট্রেনচালকের

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রেলওয়ের এক সহকারী লোকোমাস্টারের (ট্রেন চালক) মৃত্যু হয়েছে। তিনি সুমন মোহাম্মদ তুষার (৩৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার মো. জুলফিকার আলীর ছেলে।

গত রোববার, ১৬ আগস্ট রাতে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর-পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনীবাজারে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ঘটনার দিন গত রবিবার রাতে সহকারি লোকোমাস্টার সুমন মোহাম্মদ তুষার তাঁর এক বোন ও ভাগনিকে নিয়ে সৈয়দপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরে ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে তারা মোটরসাইকেলটি নিয়ে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর-পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনীবাজারে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমন মোহাম্মদ তুষার ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার বোন ও ভাগনি গুরুতর আহত হয়।

দূর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রæত আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবি/রাতদিন