স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে পারেনি লার্ভাবিরোধী ভ্রাম্যমান আদালত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে ঢুকতে পারেননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এডিস মশার লার্ভাবিরোধী ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযোগ, তাদেরকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। তাই তারা বাড়ির গেট থেকে ফিরে এসেছেন।

আজ মঙ্গলবার, ২৭ আগস্ট রাজধানীর বারিধারার পার্ক রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গেলে বাধার মুখে পড়ে এডিস মশার লার্ভাবিরোধী দল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসান। খবর বাংলা ট্রিবিউন।

তিনি জানান, সকাল ১১টার দিকে আমাদের চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে বারিধারা এলাকায় অভিযান শুরু করি। এ সময় আমাদের সামনে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি পড়ে। আমরা প্রবেশ করতে চাইলে অনুমতি মেলেনি। তখন মন্ত্রী বাসায় ছিলেন না। দায়িত্বরতরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তবে তা সম্ভব হয়নি। পরে আমরা চলে আসি। অভিযানে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।