লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই শতাধিক নারী-পুরুষকে ঈদ উপহার দেয়া হয়েছে। ডিএস ফিলিং ষ্টেশনের পক্ষ থেকে অসহায়-দরিদ্র নারী-পুরুষদের এই উপহারসামগ্রী দেয়া হয়।
রবিবার, ২৪ মে বিকেলে উপজেলার ডিএস ফিলিং ষ্টেশনে প্রায় ২ শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএস ফিলিং ষ্টেশনে মালিক সেলিম হোসেন, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরল আমিন প্রমুখ।
ডিএস ফিলিং ষ্টেশনে মালিক সেলিম হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের ছোট্ট এই ঈদ উপহার। এছাড়া সময়ে সময়ে তাদের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে ফিলিং স্টেশনের পক্ষ থেকে।
জেএম/রাতদিন