হাতীবান্ধায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৩

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধায় চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় গতকাল শনিবার, ৫ ডিসেম্বর হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। এতে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়ের পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রফিকুলের স্ত্রী শাহিদা, ছেলে আমিনুর ও সামিনুর।

জানাগেছে, গত তিন ডিসেম্বর নিজ ভোগ দখলকৃত জমিতে চাষ করছিলেন রফিকুল। এ সময় তাকে বাধা দেয় ইউসুফ আলি ও তার সাথে থাকা লোকজন। বাধার এক পর্যায়ে ইউসুফ ও তার লোকজন হামলা চালায় এতে রফিকুলসহ ৪জন গুরতর আহত হয়।

আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ০৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জেএম/ রাতদিন