হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আবুল কালাম (৪৫) নামে ওই ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংযোগ দিতে পিলারে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হন।

সোমবার, ২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই এলাকার আকবর আলীর পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ওই এলাকায় এক বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ দিতে বৈদ্যুতিক পিলারে উঠেন কালাম। এ সময় অসাবধানতাবশত ওই পিলারের ১১ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যান তিনি।

স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএম/রাতদিন