হাতীবান্ধার সেই ছাত্রলীগ নেতা জেলেদের ‘মাছ নিয়ে যাননি’

লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া চাঁদা না পেয়ে জেলেদের মাছ নিয়ে যাননি বলে দাবি করেছেন। তাকে নিয়ে একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদীত। আমি কোন চাঁদাও চাইনি, ছিনতাইও করিনি’।

তিনি আরও দাবি করেন, অভিযোগকারী ও তিস্তা ব্যারাজ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রহমত আলী সমিতির প্রভাব খাটিয়ে অবৈধভাবে তিস্তা ব্যারাজের গেটের নিচে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে। ফলে দেশি প্রজাতির মাছ হুমকি মুখে। এছাড়া স্থানীয় অসহায় জেলেদের নদীতে মাছ ধরতে বাধা প্রয়োগ করেন। বাধা না মানলে জাল ছিনিয়ে নেন ও মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো আমাকে ফাঁসাতে ও সামাজিকভাবে হেয় করতে চাঁদা দাবী ও ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানো হয়েছে।

এবি/রাতদিন

মতামত দিন