লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল ও নকল ধান বীজ বিক্রি করার অপরাধে তাদের এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার, ৪ জুন দুপুরে উপজেলার মেডিকেল মোড় রেল গেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের নেতৃত্বে পরিচালিত আদালতে ওই দুই ব্যবসায়ী আর্থিক দন্ড দেয়া হয়।।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মেডিকেল মোড় রেল গেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনে ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘর। এসময় জরিফ হোসেনের ১০ হাজার এবং ঐশী সার ও বীজ ঘরের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। পরে ওই দুই ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
জেএম/রাতদিন