লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে শহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪ দিন পর উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চর চণ্ডিমারী এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠে।
শনিবার, ১০ অক্টোবর দুপুর ২টায় এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম উপজেলার ফকিরপাড়া ইউপির দালালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের বড়ভাই হাফিজুল ইসলাম (৪০) জানান, কিডনি রোগে আক্রান্ত শহিদুলের কিডনি ডায়ালাইসিস সহ চিকিৎসার খরচ চালাতে গিয়ে নি:স্ব হয়ে পড়েন। গত ০৬ অক্টোবর তিনি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেড়িয়ে যান। এরপর আর ফেরেননি।
পরে অনেক খোজাখুজি করার পর না পেয়ে থানায় একটি জিডি করা হয়। আজ শনিবার দুপুরে তিস্তা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
ফকিরপাড়া ইউপির ০৬ নং ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিন বলেন, চিকিৎসা খরচ মিটাতে নিঃস্ব শহিদুল হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
জেএম/রাতদিন