হাতীবান্ধায় পুকুর খুঁড়তে গিয়ে মর্টার শেল উদ্ধার

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় পুকুর খুঁড়তে গিয়ে মর্টার শেল পাওয়া গেছে। সোমবার রাতে পুলিশ ওই মর্টার শেল উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে ।

এর আগে ওইদিন বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলামের বাড়ির পাশে একটি পুকুর খনন করতে গিয়ে মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রায় ৯ ইঞ্চি লম্বা মর্টার শেলটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কালের বলে ধারণা করা হচ্ছে। এটি নিয়ে যেতে সেনাবাহিনীকে চিঠি দেয়া হয়েছে’।

এমআরডি/রাতদিন