১১ দাবিতে রাজশাহী জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে বিক্ষোভ শুরু করেছেন রাজশাহী জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার, ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপকন্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে তারা মিল গেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।  

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ তাদের বিক্ষোভ।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা মিছিল শেষে রাস্ত থেকে সরে মিল গেটে সভা করছেন।’

এনএ/রাতদিন