২৪ ঘন্টায় ৬ জেলায় নতুন ১৫, বিভাগে করোনায় আক্রান্ত সাড়ে ৩শ’ পেরুলো

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন আগের আক্রান্ত থাকায় বিভাগে ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হলো। এর ফলে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৫৭ জনে।

সোমবার, ১১ মে রাতে রংপুর বিভাগীয় করোনাভাইরাস টাস্কফোর্স প্রধান ও রমেক অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন রমেক করোনা ল্যাবে ১২ জন এবং দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের করোনা ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়। রংপুর ও দিনাজপুরের দুইটি ল্যাবে মোট ২৭৬ টি নমূণা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায় বলে জানান তিনি।

রংপুর বিভাগে করোনা

রমেক অধ্যক্ষ জানান, রংপুরে ১৮৮ টি নমূনা পরীক্ষায় আক্রান্ত ১২ জনের মধ্যে রংপুর জেলার ৯ জন, লালমনিরহাটের ২ জন ও কুড়িগ্রামের ১ জন রয়েছেন। লালমনিরহাটে ২ জনের মধ্যে একজন আগের আক্রান্ত, আর সেখানকার সদর হাসপাতালের এক কর্মচারী নতুনভাবে আক্রান্ত হয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদরের এক শিশু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। রংপুরে আক্রান্তদের মধ্যে চার পুলিশ সদস্য, বিভাগীয় কার্যালয়ে কর্মরত দুইজন, স্বাস্থ্যকর্মী দুইজন ও একজন আনসার সদস্য রয়েছেন।

অন্যদিকে দিনাজপুরের ল্যাবে ১৮৮টি নমূণা পরীক্ষায় চারজন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ শিবেস সরকার।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নীলফামারীর ২ জন এবং ঠাকুরগাও ও দিনাজপুরের রয়েছেন ১ জন করে।

জেএম/রাতদিন