২৮ টাকার ওষুধ বিক্রি ১৮০ টাকায়, গাইবান্ধায় ফাতেমা ফার্মেসীর জরিমানা

গাইবান্ধার একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ টাকা মূল্যের ওষুধ ১৮০ টাকায় বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।

সোমবার, ১৪ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার কলেজ রোডে অভিযান চালিয়ে সেখানকার ফাতেমা মেডিকেল স্টোর অ্যান্ড মেডিসিন কর্নারকে এই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, সদর উপজেলার কলেজ রোডের ফাতেমা মেডিকেল স্টোর অ্যান্ড মেডিসিন কর্নারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানের বিক্রয় ভাউচার পরীক্ষা করে অধিক দামে ওষুধ বিক্রির সত্যতা পাওয়া গেছে। এমনকি ২৮ টাকা মূল্যের ওষুধ ১৮০ টাকায় বিক্রি করেছে তারা।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা অনুসারে প্রশাসনিক ব্যবস্থায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক।

জেএম/রাতদিন