আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল তার এক গাড়িচালকের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা চুরি করে পালানোর অভিযোগ করেছেন। মোহাম্মদ শহীদ বিশ্বাস নামের ওই চালক তার প্রতিষ্ঠান এজেআই গ্রুপে কর্মরত ছিলেন।
রোববার, ৭ এপ্রিল সাভার থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিয়েছেন অনন্ত জলিল।
গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম বিল পরিশোধের জন্য ওই টাকা নিয়ে সাভারে আসার সময় এ ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে এজেআই গ্রুপের হেড অব এইচ আর অ্যান্ড এডমিন জাহিদুল হাসান মির বলেন, ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হেমায়েতপুর শাখায় গ্যাসের বিল দেওয়ার কথা। পরে ওই দুইজন হেমায়েতপুর শাখায় টাকা জমা না দিয়ে সাভারের থানা রোড এলাকায় সোনালী ব্যাংকে আসেন।’
জাহিদুল বলেন, এ সময় হিসাবরক্ষণ কর্মকর্তা গাড়িতে ৫৩ লাখ টাকা রেখেই সোনালী ব্যাংকে যান এবং চালককে টাকাগুলো দেখে রাখতে বলেন।
হিসাবরক্ষন কর্মকর্তা গাড়ী থেকে নেমে গেলে গাড়ি চালক শহীদ বিশ্বাস প্রাইভেট কার ও চাবি রেখেই ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।