৮১ তে পা রাখলেন ছোটগল্পের বরপুত্র হাসান আজিজুল হক

৮০ পেরিয়ে ৮১ তে পা রাখলেন ছোটগল্পের বরপুত্র হাসান আজিজুল হক। আজ শনিবার, ২ ফেব্রুয়ারি প্রখ্যাত এই কথাসাহিত্যিকের জন্মদিন।

অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে ১৯৩৯ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন তিনি।

যবগ্রামের কাশীশ্বরী উচ্চ ইংরেজী বিদ্যালয় থেকে  ১৯৫৪ সালে মাধ্যমিক ও খুলনার ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৬ সালে।

প্রগতিশীল রাজনীতিতে জড়িত থাকার কারণে ছাত্রাবস্থায় পাকিস্তান সরকারের রোষানলে পড়েন তিনি।

রাজশাহী কলেজ থেকে ১৯৫৮ সালে দর্শনশাস্ত্রে স্নাতক ডিগ্রী লাভের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ১৯৬০ সালে। এরপর ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়েই দর্শন বিভাগে অধ্যাপনা করেন হাসান আজিজুল হক।

সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য নামের গল্পগ্রন্থ কিংবা উপন্যাস আগুনপাখি তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০) এর মতো অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন তিনি।

‘একুশে পদকে’ ভূষিত হন ১৯৯৯ সালে । ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। 

ভারতের আসাম বিশ্ববিদ্যালয় ২০১২ সালে ও ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে।

বরেণ্য এই ব্যাক্তির জন্মদিন উপলক্ষ্যে রাজশাহীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি।

আরই/০২.০২.১৯