বেরোবি কর্মচারীদের কর্মবিরতির ৩য় দিন, প্রশাসন ভবনে তালা

কর্মবিরতির তৃতীয় দিনে প্রশাসনিক ভবনের দুই গেটেই তালা ঝুলিয়ে দিয়েছে বেরোবি কর্মচারীদের সংগঠন কর্মচারী সমন্বয় পরিষদ। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।

আজ মঙ্গলবার ২৫ জুন কর্মবিরতির ৩য় দিনে সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় কর্মচারিরা। ফলে প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়ায় একাডেমিক কার্যক্রমেও অচলাবস্থা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে কর্মচারীবান্ধব পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, ৪৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও ১০ম গ্রেডপ্রাপ্ত ২৫ কর্মকর্তার পদমর্যাদা প্রদানসহ মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ-এই তিন দাবীতে রোববার থেকে আন্দোলন করছে কর্মচারিরা। 

গত দুদিনে চলমান কর্মবিরতিতে অনেকটা  বেরোবির কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছিল। আজ তালা লাগানোর ফলে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। 

এ বিষয়ে কর্মচারী সমন্বয় পরিষদের সমন্বয়ক মাহবুবার রহমান  বলেন, ‘আমরা অনির্দিষ্ট কালের কর্মবিরতিএ ঘোষণা দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কোন সহযোগিতা বা আলোচনার ইঙ্গিত না দেওয়ায় বাধ্য হয়ে তালা দিয়েছি। দাবী আদায় অথবা কার্যকর কোন পদক্ষেপ নেওয়া না হলে আমরা তালা খুলবোনা।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জেএম/রাতদিন