প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাইনরিটি নিয়ে যে তথ্য দিয়েছেন, তার সাথে প্রিয়া সাহার কথার কোন মিল নেই। তবে তার কথার জন্য পরিবারের অন্য সদস্যদের দায়ী করা ঠিক হবে না। সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সোমবার,২২ জুলাই সচিবালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা যা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কোনো কথা বলেননি।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা ইস্যুতে সরকার রয়ে সয়ে এগোবে। এর পেছনে অন্য কারো হাত বা রাজনৈতিক উষ্কানি আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়া সাহা দেশে ফিরলে তা পরিস্কার হবে।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আশা করেন, ‘ঈদুল আযহায় হাইওয়েতে যানজটের সৃষ্টি হবে না।’ যত্রতত্র পশুর হাট বসানো যাবে না উল্লেখ করে তিনি জানান, এ ব্যাপারে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে ।
এসকে/ রাতদিননিউজ