ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশী ৪ শ্রমিককে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তের ওপারে ৪ বাংলাদেশিকে বিএসএফের কাছে সোপর্দ করেছে ভারতীয়রা। কাঠালডাঙ্গী সীমান্তে ভারতের অভ্যন্তরে তাদেরকে আটক করে এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২৯ আগস্ট দুপুরে উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার ভারতের ৫ কিলোমিটার অভ্যন্তরে তাদেরকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন, হরিপুর উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল (২৫), একই এলাকার জয়নুল হকের ছেলে মাহাবুব (১৬), দক্ষিণ আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে জামাল (২২) ও মিনমিন চাদর গ্রামের সামসুল হকের ছেলে মাসুদ (১৮)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, ৬ মাস আগে দিনমজুরির কাজের জন্য তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন।

বিএসএফের ক্যাম্প কমান্ডার ৪ বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার করেন।

বিজিবির পক্ষ থেকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

জেএম/রাতদিন