ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে খাদেম আলী বোনা নামে ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বিকেলের দিকে প্রাইভেট শেষে বাড়ী ফিরছিলো ওই শিশুটি।
বুধবার, ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের বুজরুক বোয়লিয়া প্রধানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল ওই শিশু। খাদেম আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে তাকে বাড়ি ফিরতে হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে খাদেম আলী বাড়ির সামন থেকে শিশুটিকে কৌশলে বাড়ির ভেতরে ডেকে নিয়ে যান।
এক পর্যায়ে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার ভাবিকে ঘটনার কথা বলে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদেম আলী বোনাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার পরিবার থেকে থানায় অভিযোগ দেয়। খাদেম আলীকে আটক করা হয়েছে।’
এনএইচ/রাতদিন