কৌশলে আঙুলের ছাপ চুরি, পীরগাছায় গ্রেফতার ৩

বিনামূল্যে মোবাইল ফোনের সিম দেয়ার নামে সাধারণ মানুষে আঙুলের ছাপ সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছেন তিনজন। রংপুরের পীরগাছা থেকে তাদের গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

রংপুর র‌্যাবের কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাবের যৌথদলের অভিযানে পীরগাছাড়ার কুতুববস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন মাহাবুল, আব্দুল্লাহ আল মাহমুদ ও আকরাম হোসেন। তারা সবাই পীরগাছা উপজেলার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ২টি ফিঙ্গারপ্রিন্ট(আঙুলের ছাপ) স্ক্যানার, ৩টি ট্যাবসহ ২৭৯টি রবি ও এয়ারটেল সিম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে সিম দেয়ার কথা বলে সাধারণ লোকজনের কাছ জাতীয় পরিচয়পত্রের নম্বর ও আঙুলের ছাপ সংগ্রহ করছিল।

সংরক্ষণ করা ওইসব ছাপ দিয়ে পরবর্তিতে তারা একাধিক সিম তুলে আন্ডারগ্রাউন্ড বাজারে বিক্রি করতো। এসব সিম নানা ধরণের সন্ত্রাসী ও অপকর্মের কাজে ব্যবহার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে।

এইচএ/২৪.০১.১৯