জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
বুধবার, ১৩ নভেম্বর জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি তিনদিন ধরে জ্বরে ভুগছি। আমার হয়তো ভুলত্রুটি হতে পারে।’
সম্প্রতি শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ হিসেবে অভিহিত করেন রাঙ্গা। সরকারি দল, বিরোধী দলসহ নানা মহলে তার এই বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে।
রাঙ্গা সংসদে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অমাকে মন্ত্রী করেছেন। আমার দল হলেও হয়তো আমি কিছু হতে পারতাম না। আমি কাউকে কিছু বলতে চাইনি।’
এনএইচ/রাতদিন