রোববার শুরু প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা

রাতদিন.নিউজ

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকা রোববার, ১৭ নভেম্বর শুরু হচ্ছে। দিনাজপুর জেলায় এবার এই পরীক্ষায় ৬৩ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১৩ উপজেলা থেকে মোট ৬৩ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৭ হাজার ৬৭৯ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৩৭টি কেন্দ্রে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপর কুমার রায় চৌধুরী জানান, রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। আর ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এনএ/রাতদিন