২৫ ডিসেম্বর বিটিভির ৫৬তম জন্মদিন । ১৯৬৪ সালের এদিনে পথচলার যাত্রা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছরই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির জন্মদিনে নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠানের।
চ্যানেল আইয়ের এ আয়োজনের ফলে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে কাছে পাবেন বিটিভির মহাব্যবস্থাপকসহ বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।
বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র এদিনের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল। আর কুয়াশাচ্ছন্ন শীত সুন্দর ভোরের এ আয়োজনে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবেশনা এবং সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনা।
এছাড়া প্রবীণ ও নবীন শিল্পীদেরও পরিবেশনা থাকবে। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অতিথি আপ্যায়নে থাকবে চা, পিঠা-পুলি, আলুর দম ও লুচি।
এসকে/রাতদিন