করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন পেশাজীবি মানুষ। কর্মহীন এসব পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। আর এমন পরিস্থিতে তাদের মুখে খাবার তুলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ। গভীর রাতে খাবার ভর্তি বস্তা কাঁধে ও ডালি মাথায় নিয়ে নিজ দায়িত্বে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন তারা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার, ১৫ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দুস্থ ৩৬টি পরিবারের মাঝে খাবার পৌছে দেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। খাবার হিসেবে চাউল, ডাল, তেল, লবন, আলু, চিনি, আটা, ডিম, শাক-সবজি দেয়া হয়।
এ সময় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি, সিংগীমারী ছাত্রলীগ নেতা সভাপতি কমল, সম্পাদক তারিফ, অন্তু, হাসান, সিন্দুর্না সম্পাদক জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, করোনার শুরু থেকে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাবার দিয়ে আসছি আমরা। ছাত্রলীগের কর্মীরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে।
যতদিন পরিস্থিতি স্বাভাবিক হয়নি ততদিন তারা কাজ করবেন বলেও জানান এই ছাত্রলীগ নেতা।
জেএম/রাতদিন