রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক(ডিসি) আসিব আহসান। আজ সোমবার, ২০ জুলাই বিকেলে তিনি উপজেলার তিস্তাতীরবর্তি চিলাখাল, বিনবিনা, মটুকপুর, শংকরদহ, বাগেরহাট, ইচলী, গান্নারপাড়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ মানুষজন যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে ব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, ওসি সুশান্ত কুমার সরকার, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু ও ল²ীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদি।
সম্প্রতি তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় উপজেলার ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়াও পানির তোড়ে রাস্তা, বাঁধ, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবি/রাতদিন