নীলফামারীর সৈয়দপুরে আকলিমা (২৮) নামের তিন সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার, ২২ আগস্ট উপজেলার কামারপুকুর ইউনিয়নের স্বাদু পানি মৎস্য গবেষণা উপকেন্দ্রের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ার প্রয়াত আবেদ আলীর মেয়ে আকলিমা। ২০১৪ সালের দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার হাবড়া রসুলপুর এলাকার মো. শরিফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় তাঁর। ওই দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে।
আজ সকালে এলাকার লোকজন মাঠে কাজ করতে গিয়ে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়।
মরদেহের কোমরে কাপড়ের মধ্যে গুঁজে থাকা একটি চিরকূট উদ্ধার হয়েছে। যাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’।
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ‘গৃহবধূ আকলিমাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যূ মামলা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এবি/রাতদিন