জলঢাকায় মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন, ইউএনওর ওপর হামলার প্রতিবাদ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকায়।

আজ শনিবার, ৫ সেপ্টেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আল আমিন রহমান,আতাউল বারী আপেল প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

এসময় বক্তারা বলেন, কিছু অনুপ্রবেশকারী নেতা-কর্মীর কারণে সরকারকে বার বার বিব্রতকর অবস্থায় পরতে হচ্ছে। তারা একটি স্থিতিশীল দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ধাবিত করতে মরিয়া হয়ে উঠেছে। তাই অনুপ্রবেশকারীদের চি‎িহ্নত করে অবিলম্বে তাদের দল থেকে বাদ দিতে হবে।

ইউএনও ও তার বাবার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে সমাবেশ।

এইচএ/রাতদিন