গৃহকর্মীকে ধর্ষণের দায়ে রংপুরে নয়া মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তার এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ওই গৃহকর্মীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে নয়া মিয়া। ওই গৃহকর্মী নয়া মিয়ার বাড়িতে সেসময় কাজ করছিলেন। সে কারণে প্রায় সময় তার বাড়িতে যাতায়াত ছিল ওই ব্যক্তির।
ধর্ষণের পর ওই গৃহকর্মী গর্ভবতী হয়ে পড়লে স্থানীয় সালিসে নয়া মিয়া ধর্ষণের কথা স্বীকার করে তাকে তিন দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত জানান। কিন্তু দীর্ঘদিন পরেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণের মামলা দায়ের করেন।
দীর্ঘসময় ধরে বিচারকাজ চলার পর আজ মঙ্গলবার প্রধান আসামী নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
এইচএ/রাতদিন