তিস্তা ব্যারাজে ঘুরতে গিয়ে ক্যানেলের নিচে মোটরসাইকেল, নিহত ৩

পূজা উপলক্ষে তিস্তা ব্যারাজ ঘুরতে এসে প্রাণ গেল তিন বন্ধুর। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।  

নিহতরা হলেন, নীলফামারীর জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায় (২২) ও দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৫)।

স্থানীয়রা জানান, ওই তিনবন্ধুসহ মোট আট জন  তিনটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তিস্তা ব্যারাজে। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল স্লুইচ গেট পার হওয়ার সময় ধাক্কা লেগে স্লুইচ গেটের ক্যানেলের নিচে পড়ে যায় মোটরসাইকেলে থাকা তিনজন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান তারা।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তা থেকে ৫০ ফুট নিচে পড়ে যায়।

এবি/রাতদিন