চলে গেলেন বাংলাদেশি ফিফা রেফারি আব্দুল আজিজ

বাংলাদেশ ফুটবলের সেরা সময়ের সেরা রেফারি ছিলেন আব্দুল আজিজ। ফিফার রেফারি হিসেবে বাংলাদেশের খেলাগুলোতে বাঁশি হাতে দেখা যেতো তাকে। তবে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

আজ  মঙ্গলবার, ২৭ অক্টোবর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল আজিজ। তিনি রেখে গেছেন তিন মেয়ে ও স্ত্রীকে।

হৃদরোগে আক্রান্ত হবার কারণে আবদুল আজিজ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । এরই মাঝে উপসর্গ দেখা দেখা দেয়ায় করোনা টেস্ট করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ মারা যান তিনি।

১৯৭৪ সালে ফুটবলের সহকারী রেফারি হিসেবে আজিজের অভিষেক হয়েছিল । ১৯৭৫ সালে রেফরারি হিসেবে প্রথম মাঠে নামেন। ফিফা রেফারি হতে সময় লাগে ছয় বছর। ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত ১০ বছর ছিলেন ফিফা রেফারি। এদেশের ফুটবলে ২৬ বছর ছিলেন বাঁশিওলার দায়িত্বে। অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্রেও কিছুদিন কোচের দায়িত্বে ছিলেন। পাঁচ বছর শারীর চর্চার শিক্ষকেরও দায়িত্ব পালন করেছেন পুরোনো ঢাকার গেন্ডারিয়া হাইস্কুলে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নেমে এসেছে শোকের ছায়া।

আরআই /রাতদিন