সড়কে যারা চাঁদাবাজি করে তারা শ্রমিক নন, চাঁদাবাজ: রংপুরে শাহজাহান খান

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি-জামায়াতের গণতন্ত্র বাংলাদেশের মানুষ মানে না’‘।

আজ  মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতের গণতন্ত্র মানেই হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ আর ধর্মের অপব্যাখ্যার প্রচার। তারা ক্ষমতায় থেকেও মানুষ মারে, ক্ষমতার বাইরে থেকেও  মানুষ মেরেছে। তাদের আগুনের রাজনীতিতে ২০১৩-২০১৫ পর্যন্ত পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পিটিয়ে ৯২ জন চালক ও শ্রমিক প্রাণ হারিয়েছেন।

তিনি আরো বলেন, ‘পরিবহন সেক্টর কোনো দলের নয়। এখানে দলীয়করণ চলবে না। এই সেক্টর সবার। এখানে দলীয় পরিচয় মূখ্য নয়, বরং শ্রমিক পরিচয়ই বড় পরিচয়। এখানে আওয়মী লীগ, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, জাসদ, বাসদসহ অন্যান্য দলের শ্রমিক ও সংগঠকরা আছেন’।

চাঁদাবাজরা শ্রমিক হতে পারে না দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সড়কে যারা চাঁদাবাজি করে তারা শ্রমিক নন। তাদের পরিচয় চাঁদাবাজ। অথচ আমার, রাঙ্গার, ওসমানের মতো নেতাদের ছবি ও ব্যঙ্গ কার্টুন তৈরি করে চাঁদাবাজ বলা হচ্ছে’।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন বাদল, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজিজুল হক রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।

আরআই /রাতদিন