‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর জন্য ৩ বছর অপেক্ষায় ছিলেন দর্শকরা। চলতি বছরের শুরুতে ঘোষণা আসে এ বছর মুক্তি পাবে সিনেমাটি। এবার জানানো হলো মুক্তির চূড়ান্ত তারিখ। ১৬ জুলাই মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। সিনেমার মূল চরিত্র যশ ২৯ জানুয়ারি (শুক্রবার) সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কন্নর, তেলেগু, হিন্দি, তামিল, ও মালায়েম ভাষায় মুক্তি দেওয়া হবে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। কিছুদিন আগেই সিনেমার হিন্দি স্বত্ব কিনে নিলেন ফারহান আখতারের প্রতিষ্ঠান ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। এজন্য তাকে গুনতে হয়েছে ৯০ কোটি রুপি।
২০২০ সালে মুক্তির কথা ছিল ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর। তবে মহামারি করোনার জন্য থেমে যায় শুটিং। যেই কারণে মুক্তিও পিছিয়ে যায়। দ্বিতীয় কিস্তির বেশিরভাগ কাজ শেষ হয় গত বছর।
শেষ লটের শুটিং বাকি ছিল। যা চলতি মাসে শেষ হয়। ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে দেখা যাবে বলিউডের দুই সুপারস্টারকে। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন।
‘কেজিএফ’-এর প্রথম কিস্তি মুক্তি পায় ২০১৮ সালে। তখন পর্যন্ত জানা ছিল না কন্নর ইন্ডাস্ট্রির ইতিহাস হতে যাচ্ছে এই সিনেমা। লগ্নির ৩৫ গুণ মুনাফা গুনেছিলেন এর প্রযোজক।
তাই হয়তো দ্বিতীয় কিস্তি মুক্তির জন্য ৩ বছর অপেক্ষা করতে হয়েছে প্রযোজককে। যেন নির্মাণে কোনো কমতি না থাকে। সিনেমার অসমাপ্ত কাহিনির বাকি অংশ এবার দেখবেন দর্শকরা।
এনএ/রাতদিন