বুড়িমারী হত্যাকান্ড: নতুন একজনসহ মোট গ্রেপ্তার ৫০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায় এ নিয়ে মোট গ্রেপ্তার ৫০ জনকে গ্রেপ্তার করা হলো। এছাড়া এর আগে ১২ আসামি আদালতে আত্বসমর্পণ করেছেন।     

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আজ রোববার, ১৮ এপ্রিল সকালে  বুড়িমারী বাজার থেকে গ্রেপ্তার করা হয় মো. গোলাম র্মতূজা ওরফে অনিক (২৯) নামের ওই ব্যক্তিকে। তিনি শ্রীরামপুর ইউনিয়নের  ইসলামপুর গ্রামের বাসিন্দা।  আজ বিকেলের দিকে  তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়।

ডিবি জানায়, জুয়েল হত্যা মামলায় গোলাম র্মতূজাকে  গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারী কেন্দ্রিয় জামে মসজিদে পবিত্র কোরআন অবমাননার গুজবে রংপুরের শালবন এলাকার আবু ইউনুছ মো. সহিদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বাদি হয়ে পৃথক-পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এইচএ/রাতদিন

মতামত দিন