নীলফামারীর সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের মাঝে ৩২ বান্ডিল ঢেউটিন ও ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার, ২৪ আগস্ট সকালে উপজেলা পরিষদ উপজেলা চত্বরে এসব ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন।
অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও পরিবার প্রতি ৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৯, খাতামধুপুরের ৩, কামারপুকুর ও বাঙ্গালীপুরের দুইটি করে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ওই ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলা (ভূমি) অফিস, সৈয়দপুর থানা পরিদর্শন করেন। এছাড়াও একই দিনে তিনি (ডিসি) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের কমিউনিটি সেন্টার, মসজিদ, পুকুর ঘাট, ড্রেনসহ অন্যান্য পাকা অবকাঠোমোর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে সৈয়দপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন, নীলফামারী জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম, সহকারি কমিশনার (ভূমি) মাহ্মুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন