রংপুর নগরীতে মশক নিধণ কর্মসূচি শুরু

ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ নানা রোগ এবং মশার হাত থেকে নগরবাসিকে স্বস্তি দেয়ার লক্ষ্যে মশক নিধণ কর্মসূচি শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন।

বুধবার, ২৭ মার্চ রংপুর নগরীর কেরামতিয়া মসজিদ সংলগ্ন শ্যামা সুন্দরী খালের উপর মশক নিধণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ উপস্থিত সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো,  ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শাহিদুর রহমান ও সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা হাসান রাহি।

এবি/রাতদিন