রংপুরে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্যুইজে বিভাগসেরা সৈয়দপুর

রংপুরে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের ক্যুইজ প্রতিযোগিতায় সেরা হয়েছে সৈয়দপুর।

রংপুর বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার, ২৮ মে রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা।

চেক হস্তান্তর

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর পুলিশ নাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম ড. জালাল উদ্দিন আকবর, বিএম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানজিমা হক।

সেনিারে মুল নিবদ্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।

এতে রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আর আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে সৈয়দপুর।

পরে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেয়া হয়।

জেএম/রাতদিন