অনাকাঙ্খিত ঘটনা এড়াতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা

সতর্কতা জোরদার করা হয়েছে দিনাজপুরের হিলি সীমান্তে। রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা নদীতে ভারতীয় জেলের মাছ ধরাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মাঝে গোলাগুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানান, রাজশাহীর চারঘাট সীমান্তে গত বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হিলি সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, বিএসএফ সদস্যরা প্রতিদিনের মতো শনিবার, ১৯ অক্টোবর সকাল থেকে তাদের অংশে টহল দিচ্ছেন। আর আমরাও আমাদের অংশে টহল দিচ্ছি। তবে আমরা ওই ঘটনার পর থেকে সতর্কাবস্থায় রয়েছি। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের সব কার্যক্রম ও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

প্রসঙ্গত, চারঘাট সীমান্তে বিজিবির সদস্যদের সঙ্গে গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হন। অনুপ্রবেশকারী এক ভারতীয় জেলেকে পদ্মা নদী থেকে বিজিবি সদস্যরা আটক করলে বিএসএফ সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

শান্ত/রাতদিন