অবসরে যাওয়া কর্মচারীর টাকা আত্নসাতের অভিযোগে দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার, ১০ জুলাই সমাজসেবা কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বাক্ষর জাল করে হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের ল্যামগ্রোন্টের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক জানায়, ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পরে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদন আসলে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
এইচএ/রাতদিন