আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না: মাশরাফি বিন মর্তুজা

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়তে সকলের সাহায্য চাই।

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সোমবার, ২ ডিসেম্বর রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরাও নড়াইলকে মাদক ও দুর্নীতিমুক্ত করার জন্য  কাজ করে যাচ্ছি। সকলকে এক হয়ে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে।

মাশরাফি আরও বলেন, আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। দলে কোনও গ্রুপিং করার কথা ভাববেন না। একটাই গ্রুপ, সেটা ‌শেখ হাসিনার আওয়ামী লীগ। সকলকেই শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য কাজ করে যেতে হবে।

শান্ত/রাতদিন