উত্তরবাংলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মন্তোষ কুমার রায় আর নেই। আজ রবিবার, ২১ জুলাই রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মন্তোষ কুমার ১৯৯৫ সালের আগষ্ট মাসে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় অবস্থিত উত্তরবাংলা কলেজে প্রভাষক হিসাবে যোগ দেন। ১৯৬৮ সালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জন্মগ্রহন করেন তিনি। ভূরুঙ্গামারীতে স্কুল ও কলেজ জীবন শেষে কারমাইকেল কলেজ থেকে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
বেশ কিছুদিন থেকে স্নায়ুরোগে ভুগছিলেন তিনি। ১৫/২০ দিন আগে গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সপ্তাহখানেক আগে একটি অপারেশন করা হয়। অপারেশনের পরেই কোমায় চলে যান তিনি। এ অবস্থায় থাকাকালীন মৃত্যুবরণ করেন মন্তোষ কুমার।
অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে সুনামের সাথে চাকুরী করেন তিনি। এসময় তিনি বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
পেশার বাইরে সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে তার পদচারণা ছিল সার্বক্ষনিক। উত্তরবাংলা কলেজের তথ্য-প্রযুক্তি বিষয়ক সামগ্রিক উন্নয়ন ঘটে মন্তোষ কুমারের হাত ধরে।
বহুবিধ এসব কর্মকান্ডের কারনে ছাত্র-শিক্ষক তথা এলাকার সবার কাছেই তিনি প্রিয় ‘মন্তোষ স্যার’ হয়ে ওঠেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
আরআই/রাতদিন