রাজধানীতে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এবার ধানমন্ডি ক্লাবে গেছে র্যাব।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ক্লাবের ভেতরে অভিযান শুরু করে র্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান, ধানমন্ডি ক্লাবে ক্যাসিনো রয়েছে অভিযোগের ভিত্তিতে আমরা দুপুর থেকে ঘিরে রেখেছি ক্লাবটি। কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শেষে এখানে এসেছি।
অভিযান শেষে ধানমন্ডি ক্লাবের বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২’এর কোম্পানি কমান্ডার শাহাব উদ্দিন জানান, র্যাবের সদস্যরা ক্লাবের বারটি বন্ধ অবস্থায় পায়। বারটির লাইসেন্স রয়েছে।