কুড়িগ্রামে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার চারদিন পর কুড়িগ্রামের উলিপুরে উমর আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার, ২ অক্টোবর সকাল ১১টায় উলিপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার পাঠান পাড়া গ্রামের বাসিন্দা উমর আলী। রোববার ভোরে সবার অজান্তে বাড়ি থেকে বের হন। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুরে উমর আলীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করলে স্বজনরা উমর আলীর মরদেহ শনাক্ত করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।

এনএইচ/রাতদিন