খেলতে গিয়ে পুকুরে ডুবে পঞ্চগড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসে সবার অলক্ষ্যে পুকুরে পানিতে ডুবে সামিউল ইসলাম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর উপজেলার ২ নম্বর ইউনিয়নে হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সামিউলের পিতা তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার বাসিন্শদা সহিদুল ইসলাম ।

স্থানীয় সূত্র জানায়, নানার বাড়িতে বেড়াতে এসে দুপুরে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সামিউল। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শিশু সামিউলের লাশ। তাৎক্ষণিক তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মারুফ শিশু সামিউলের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এনএইচ/রাতদিন