শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে চিলিতে। সোমবার, ০৪ নভেম্বর আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।
স্থানীয় সময় সোমবার, ০৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ইলাপেল শহরের কাছে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
চিলির রাজধানীতে ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। চিলির জাতীয় ভূমিকম্প কেন্দ্র ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ বলে জানিয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬ বলে উল্লেখ করেছে। তবে ওই ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামির আঘাতে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারায়।
শান্ত/রাতদিন