ছবিতে রংপুরে শীতের কেনাকাটা

এসেছে শীত। এর সাথে এসেছে উত্তরের হিমেল হাওয়া। উত্তরের এই হাওয়া সুদুর সাইবেরিয়া থেকে নিয়ে আসছে শীতের তীব্রতা। এর প্রভাবে উত্তরে বাড়ছে শীতের প্রকোপ। আর এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। তাই স্বল্পমূল্যে শীতের কাপড় কিনতে ফুতপাতের দোকান গুলোতে ভীড় করছে ক্রেতারা।

এর ব্যাতিক্রম নয় রংপুরও। রংপুরের সুরুভী উদ্যান এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আমাদের রংপুর প্রতিনিধি মেজবাহুল হিমেল

জেএম/রাতদিন