জলঢাকায় শীতার্তদের পাশে বাংলাদেশ স্কাউটস

বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নীলফামারীর জলঢাকায়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়।

সোমবার, ২৭ জানুয়ারি বিকালে উপজেলা স্কাউটস ভবনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিটির সভাপতি সুজাউদ্দৌলা উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন ।

শীতবস্ত্র পেয়ে আবেগে আপ্লুত পৌরসভা এলাকার কাজিরহাট পন্থাপাড়ার বৃদ্ধ নবাব উদ্দিন(৭৯) ও মাথাভাঙ্গা মাষ্টারপাড়ার আসমা বেওয়া(৬০) বলেন, ‘কয় দিনের শীত আর ঠান্ডায় কাহিল হয়া গেছি। কাহোয় হামার দিকে আগে আইসে নাই। হামার কষ্টের কথা শুনি স্কাউট সদস্যদের তালিকাত ইউএনও স্যার কম্বল দিল। এই কম্বলখান গাত দিয়া আইতোত একেনা আরামোত ঘুমির পামো। এ্যতেই শান্তি।’

এসময় উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সম্পাদক মর্তুজা ইসলামসহ স্কাউটসের অন্যান্য সদস্যরা।

জেএম/রাতদিন