ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার, ১৬ অক্টোবর বিকেলের দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নওয়াপাড়া রেল স্টেশনের বুকিংক্লার্ক মহসীন রেজা সাংবাদিকদের বলেন, বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের শিশু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), এক নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন